Monday, August 8, 2011

New hot meat || গরুর ঝাল মাংস

Photobucket

উপকরণ: ১ কেজি গরুর মাংস, এক কাপ তেল, পরিমাণমতো লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা, রসুন, হলুদ, জিরা, পেঁয়াজবাটা ও লবণ।
প্রণালি: বেশ ভালো করে মাংস ধুয়ে নিতে হবে। তারপর একটি পাতিলে মাংস ঢেলে সব মসলা দিতে হবে। এবার তেল ঢেলে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে, যেন মসলাগুলো মাংসের মধ্যে ছড়িয়ে যায়। তারপর দেড় গ্লাস পানি ঢেলে দিন। পরিমাণমতো লবণ দিয়ে দিন। তারপর চুলায় বসিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চুলার জ্বালটা স্বাভাবিক করে দিন। ৪৫ মিনিটের মধ্যেই গরুর মাংস রান্নার গন্ধ আপনার ঘরে ছড়িয়ে পড়বে। এরপর লাল মরিচের আরেকটু গুঁড়া দিয়ে দিন। মিনিট পাঁচ পরেই নামিয়ে ফেলুন।

কাশ্মীরি পোলাও

Photobucket

উপকরণ: ১ কেজি পোলাওর চাল, পরিমাণমতো লবণ, পেঁয়াজ কুচি, কিশমিশ, কাজুবাদাম ও ঘি।
প্রণালি: প্রথমে পোলাওর চাল ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর চাল থেকে পানি ঝরাতে চালুনির ওপর পোলাওর চাল ছড়িয়ে দিন। পানি নিংড়াতে থাকবে।
এই ফাঁকে পেঁয়াজ কুচি থেকে অর্ধেক পেঁয়াজ ভেজে নিতে পারেন। আর কিশমিশ দানা পানিতে ধুয়ে নিন।
একটি মাঝারি আকারের পাত্র চুলায় বসিয়ে ঘি ঢেলে দিন। সেখানে বাকি অর্ধেক পেঁয়াজ কুচি ছেড়ে দিন। পেঁয়াজ লাল হয়ে এলে পোলাওর চাল ছেড়ে দিন। এবারে নাড়তে থাকুন। মিনিট ১০ চুলায় রেখে চাল নাড়তে নাড়তে একসময় দেখবেন, চালের রঙে একটু পরিবর্তন আসছে। এবার পরিমাণমতো পানি দিয়ে দিন, সঙ্গে পরিমাণমতো লবণ। কেউ ইচ্ছা করলে এলাচির বীচিও দিয়ে দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিন। চুলার জ্বালটা বেশি জোরে না দেওয়াই ভালো। মিনিট ২০ পরেই দেখবেন ম-ম গন্ধ ছড়িয়ে পড়েছে। বোঝা যাবে আপনার বাসায় পোলাও রান্না হচ্ছে। এরপর ঢাকনা নামিয়ে নিন। কিশমিশের দানা ও কাজুবাদাম ওপরে ছড়িয়ে দিন। ভাজা পেঁয়াজ দিয়ে দিন পোলাওর ওপর। হয়ে গেল কাশ্মীরি পোলাও।

Roast chicken || মুরগির রোস্ট

Photobucket
উপকরণ: দুটি মাঝারি আকারের মুরগি, তিন কাপ টকদই, গোলমরিচের গুঁড়া, পোস্তদানা, জাফরান, গোলাপজল, পরিমাণমতো হলুদ, মরিচ, আদা, রসুন ও জিরাবাটা, লবণ, ঘি এক কাপ।
প্রণালি: একেকটি মুরগি থেকে ৫ টুকরা মাংস বেছে নিতে হবে। এরপর এগুলো ভালো করে ধুয়ে নিন। টকদইয়ের মধ্যে গোলমরিচের গুঁড়া, জাফরান ছেড়ে দিন। তারপর মুরগির মাংস টকদইয়ের মধ্যে ভিজিয়ে দিন। প্রায় ৪০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর টকদই থেকে মাংসগুলো তুলে আলাদা করে নিন। দই মেশানো মাংসে ভালো করে মসলা মাখিয়ে নিন। তারপর লবণ ছড়িয়ে দিন। এরপর আরও ১০ মিনিট রেখে দিন। একটি পাত্রে ঘি ঢেলে দিন। সেখানে মাংসগুলো ছেড়ে দিয়ে ভাজতে থাকুন। ২০ মিনিটের মতো মসলাসহ মাংস ভাজতে থাকুন। যখন আধা সেদ্ধ হয়ে আসবে, তখন দই ছেড়ে দিন মাংসের ওপর। ঢাকনা দিয়ে পাত্র ঢেকে দিন। তারপর আরও ২০ মিনিট জ্বাল দিয়ে নিন। হয়ে যাবে আপনার প্রিয় রোস্ট।

Sarase ilisa || সরষে ইলিশ

Photobucket

উপকরণ: দুটি মাঝারি আকারের ইলিশ, আধাবাটা অবস্থায় এক কাপ সরষে, পরিমাণমতো লবণ, মরিচ, আদা, রসুন ও পেয়াজবাটা, এক কাপ তেল।
প্রণালি: মাছ ধুয়ে নিয়ে মসলা মাখাতে হবে। এরপর পাতিল গরম করে সেখানে তেল ঢেলে দিন। তারপর আধাবাটা সরষে ঢেলে দিন পাতিলে। কিছু সময় নাড়তে থাকুন। এরপর মসলা দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দিন সরষের মধ্যে। কিছু সময় নাড়তে থাকুন। মিনিট পাঁচ পরেই পানি ঢেলে দিন। স্বাদমতো লবণ দিয়ে পাতিলের মুখ বন্ধ করে দিন। চুলা জ্বালাবেন ২৫ মিনিট। হয়ে যাবে আপনার সরষে ইলিশ।

Chicken sasalika || চিকেন শাশলিক

Photobucket
উপকরণ: মুরগির বুকের মাংস ২ টুকরা (বড়), আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, মরিচবাটা আধা চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, সয়াসস ১ চা-চামচ, টেস্টিং সল্ট ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ যদি লাগে, টমেটো সস ১ টেবিল-চামচ, শসা কিউব করে প্রয়োজনমতো, গাজর কিউব প্রয়োজনমতো, ক্যাপসিকাম কিউব প্রয়োজনমতো, পেঁয়াজ কিউব প্রয়োজনমতো, কাঁচা মরিচ ১০-১২টা।
প্রণালি: মাংস কিউব করে কেটে সব মসলা মেখে আধা ঘণ্টা রেখে দিতে হবে। কাঠিতে প্রথমে শসা, মাংস, গাজর, ক্যাপসিকাম, মাংস, পেঁয়াজ এবং মাথায় একটা করে মরিচ গেঁথে অল্প তেলে ভেজে নিতে হবে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে। পরে সাজিয়ে পরিবেশন।

Chocolate pudding with custard || কাস্টার্ড পুডিং উইথ চকলেট

Photobucket
উপকরণ: ডিম ৫টা, গুঁড়া দুধ ২ কাপ, চিনি ১ কাপ, পানি ৩ কাপ, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ।
ওপরের সব উপকরণ একসঙ্গে মিলিয়ে নিতে হবে হাত বিটার দিয়ে। পুডিংয়ের ছাঁচে ক্যারামেল বানিয়ে ঠান্ডা হওয়ার পর মিশ্রণ ঢেলে ভাপে পুডিং জমিয়ে নিতে হবে। ৪৫-৬০ মিনিট লাগবে পুডিং জমতে। পুডিং ঠান্ডা হলে সাজাতে হবে।
কাস্টার্ডের জন্য: পানি আধা কাপ, গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, চিনি ২ টেবিল-চামচ, কাস্টার্ড পাউডার ১ টেবিল-চামচ।
সব উপকরণ একসঙ্গে মিলিয়ে জ্বাল করে ঘন কাস্টার্ড বানিয়ে নিতে হবে পুডিংয়ের ওপর দেওয়ার জন্য।
পুডিং সাজানোর জন্য: ক্যাডবেরি চকলেট ১টা ছোট, সফট ক্রিম আধা কাপ, মিক্সড ফ্রুটা জ্যাম ২ টেবিল-চামচ, সার্ভিং ডিশে পুডিং উল্টে নিয়ে কাস্টার্ড ছড়িয়ে ফ্রিজে ঠান্ডা করে ক্রিম, জ্যাম ও চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন।

জর্দা

Photobucket
উপকরণ: পোলাওয়ের চাল (চিনি গুঁড়া) আধা কেজি, চিনি ৩ কাপ, কিশমিশ আধা কাপ, গরম মসলা, এলাচ ৫টি, লবঙ্গ ৫টি, দারচিনি ২ টুকরা, আনারস ১ কাপ (ছোট টুকরো করা), মোরব্বা আধা কাপ,
জর্দার রং ১ চা-চামচ, গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, পেস্তাবাদাম কুচি স্বাদমতো, মাওয়া আধা কাপ, ঘি বা বাটার অয়েল ১ কাপ অথবা আধা কাপ ঘি + আধা কাপ সয়াবিন তেল।
প্রণালি: পানি ফুটিয়ে নিতে হবে ঘি ও রং দিয়ে। চাল ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। ফোটানো পানিতে চাল দিয়ে শক্ত ভাত রান্না করে মাড় ঝরিয়ে নিতে হবে। মোটা কড়াইয়ে শক্ত ভাত, চিনি, গরম মসলা, গুঁড়া দুধ, আনারস, মোরব্বা, গরম ঘি বা তেল দিয়ে মিলিয়ে চুলায় অল্প আঁচে তাওয়ার ওপর দিয়ে বসিয়ে রাখতে হবে ঘণ্টা খানেক। নামানোর আগে বাদাম, পেস্তা, কিশমিশ ও মাওয়া দিয়ে নেড়ে নামাতে হবে। আগে হালকা হাতে কয়েকবার নেড়ে নিতে হবে। সাজিয়ে পরিবেশন।
মাওয়া: গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, গুঁড়া চিনি ১ চা-চামচ, ঘি আধা চা-চামচ, গোলাপজল আধা চা-চামচ। সব মিলিয়ে মাওয়া বানাতে হবে।

টুনা রোল || Tuna roll

Photobucket

উপকরণ: টুনা ১ টিন, মাঝারি আলু ২টা সেদ্ধ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ স্বাদমতো, কাবাব মসলা আধা চা-চামচ, ঘি ২ টেবিল-চামচ, ডিম অর্ধেকটা।
প্রণালি: সব উপকরণ দিয়ে মেখে লম্বা লম্বা রোল বানিয়ে নিতে হবে।
ময়দার গোলায় ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে। পরে সস দিয়ে পরিবেশন।
গোলার জন্য যা লাগবে: সিকি কাপ ময়দা, সিকি কাপ চালের গুঁড়া (চিনিগুঁড়া চালের), ডিম ১টা, বেকিং সোডা সিকি চা-চামচ, লবণ আধা চা-চামচ, পানি আধা কাপ (প্রয়োজনে কমবেশি করতে হবে)।
সব উপকরণ মিলিয়ে মসৃণ গোলা বানাতে হবে।

দই ফুচকা

Photobucket
ফুচকার জন্য: আটা ১ কাপ, সুজি আধা কাপ, তাল মাখনা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো। ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে শক্ত ডো বানিয়ে বেলে ফুচকা তৈরি করতে হবে বা কেনা ফুচকাও ব্যবহার করা যাবে।
গুঁড়া মসলার জন্য: ধনে ২ টেবিল-চামচ, জিরা ২ টেবিল-চামচ, গোলমরিচ ১ টেবিল-চামচ।
একসঙ্গে শুকনো তাওয়ায় ভেজে ঠান্ডা হলে গুঁড়া করে নিতে হবে।
চাটনির জন্য: তেঁতুলের গোলা ১ কাপ, চিনি আধা কাপ, ধনেপাতা ২ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৩টা, শুকনা মরিচ ভাজা ৪-৫টা, বিট লবণ আধা চা-চামচ। একসঙ্গে ব্লেন্ড করে জ্বাল করে নিতে হবে দইয়ের জন্য। পানি ঝরানো দই ১ কাপ, লবণ আধা চা-চামচ একসঙ্গে ফেটে নিতে হবে।
পুরের জন্য: সেদ্ধ ছোলা ১ কাপ, সেদ্ধ আলু চটকানো ১ কাপ, স্বাদমতো গুঁড়া মসলা দিয়ে মেখে নিতে হবে। এখন প্রতিটি ফুচকায় পুর ভরে চাটনি দিয়ে প্লেটে সাজিয়ে ওপর থেকে দইয়ের মিশ্রণ ঢেলে গুঁড়া মসলা ছড়িয়ে সাজিয়ে পরিবেশন।